খুলনার সোনাডাঙ্গা মডেল থানাধীন মজিদ সরণির হোটেল জেড এন প্যালেস থেকে অস্ত্র, ইয়াবা ও গুলিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনী। শনিবার (১২ জুলাই) মধ্যরাতে যৌথ অভিযানে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. নাজিম উদ্দিন খান (৪২), যিনি বেলাল নামেও পরিচিত। তিনি সোনাডাঙ্গা মডেল থানাধীন ছোট বয়রা এলাকার ১৮৩ নম্বর বয়রা মেইন রোডের বাসিন্দা। বিষয়টি গণমাধ্যমকে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী হোটেলে অভিযান চালায়। অভিযানে বেলালের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৪৭৬ পিস ইয়াবা, ৫ রাউন্ড পিস্তলের গুলি এবং একটি পিস্তল ম্যাগজিন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত বেলালকে অস্ত্র, ইয়াবা ও গুলিসহ সোনাডাঙ্গা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছিল।
তবে রাত ১টা ১২ মিনিটে সোনাডাঙ্গা থানার ডিউটি অফিসার এসআই হাসান জানিয়েছেন, তারা অভিযানের বিষয়ে অবগত, তবে আসামিকে এখনও থানায় হস্তান্তর করা হয়নি।
ওসি শফিকুল ইসলাম আরও জানান, বেলাল এখনও যৌথ বাহিনীর হেফাজতে রয়েছে। মামলার কার্যক্রম শেষ হলে তাকে থানায় হস্তান্তর করা হবে।
এসকে//