মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নের পণ্যের ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে ইউরোপীয় কমিশন।
শনিবার (১৩ জুলাই) ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেইন বলেন, যদি যুক্তরাষ্ট্র ১ আগস্ট থেকে ইউরোপীয় পণ্যের ওপর শুল্ক আরোপ করে তাহলে ইইউ তার স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত।
ট্রাম্প ১ আগস্ট থেকে মেক্সিকো এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে আমদানির ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। এক সপ্তাহব্যাপী আলোচনার পর বিস্তৃত বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ার পর তিনি এই পদক্ষেপ নেন।
এদিকে ভন ডের লেইন সতর্ক করে বলেন, ইইউ চুক্তি করতে প্রস্তুত তবে যুক্তরাষ্ট্রের একতরফা শুল্ক আরোপের পর ইইউ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
এসকে//