গাজায় ফিলিস্তিনি জনগণের ওপর চলমান নিপীড়নের জন্য ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহামাদ হাসান।
শুক্রবার (১১ জুলাই) কুয়ালালামপুরে অনুষ্ঠিত চতুর্থ পূর্ব এশীয় দেশগুলোর ফিলিস্তিন উন্নয়ন সহযোগিতা সম্মেলনে তিনি এ বক্তব্য দেন। সম্মেলনটি ৫৮তম আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের অংশ হিসেবে আয়োজন করা হয়।
পররাষ্ট্রমন্ত্রী মোহামাদ হাসান বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতার সুযোগ নিয়ে সাত দশকেরও বেশি সময় ধরে ইসরায়েল ফিলিস্তিনে নৃশংসতা চালিয়ে যাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড প্রকৃতপক্ষে গণহত্যার শামিল। গাজায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সামরিক অভিযান পুরোপুরি চরমপাগলামি।’
তিনি আরও বলেন, ‘শুধু বিবৃতি দিয়ে নয়, এখন প্রয়োজন কার্যকর পদক্ষেপ। ইসরায়েলের প্রতি আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে হবে, যেন তারা দায়মুক্তির সংস্কৃতি থেকে বেরিয়ে আসে।’
গাজা ইস্যুতে মালয়েশিয়া বরাবরই স্পষ্ট অবস্থানে রয়েছে। এই সম্মেলনেও দেশটি আবারও ফিলিস্তিনিদের প্রতি অটল সমর্থনের বার্তা দেয়।
বিশ্লেষকরা বলছেন, এমন সময়ে মালয়েশিয়ার এই কণ্ঠস্বর ফিলিস্তিনিদের আন্তর্জাতিক সহানুভূতির ক্ষেত্র আরও জোরালো করতে পারে।
সূত্র: আনাদোলু এজেন্সি
এসি//