বিনোদন

ফরিদা পারভীনের শারীরিক অবস্থা নিয়ে যা জানালো চিকিৎসকেরা

বায়ান্ন বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

বিশ্বখ্যাত লালনসংগীত শিল্পী ফরিদা পারভীন বর্তমানে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয় এবং বর্তমানে তাকে অক্সিজেনের সহায়তা দেয়া হচ্ছে।

মঙ্গলবার (০৮ জুলাই) দুপুরে আইসিইউয়ের বাইরে তার ছেলে ইমাম জাফর নোমানী সাংবাদিকদের জানান যে, তার মায়ের অবস্থা গতকালের তুলনায় কিছুটা ভালো হয়েছে, তবে তিনি এখনো দুর্বল। শরীর অনেক দুর্বল, কথা বলার সময় কিছুটা জড়িয়ে যাচ্ছে। চিকিৎসকরা যথাসাধ্য চেষ্টা করছেন, সবাই দোয়া করবেন, এমনটাই জানিয়েছেন তিনি। 

এদিকে ফরিদা পারভীনের উন্নত চিকিৎসার জন্য একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এই বোর্ডে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ চিকিৎসকরা, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইন্সটিটিউট, এবং ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল-এর অভিজ্ঞ চিকিৎসকরা অংশ নিয়েছেন। বোর্ডের পরবর্তী সভায় জানানো হয়েছে যে, শিল্পীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও তার শরীরে এখনও কিছু সংক্রমণ রয়েছে। তবে, চিকিৎসকদের মতে, সেগুলো কাটিয়ে ওঠা সম্ভব।

গেল শনিবার (০৫ জুলাই) শারীরিক অবস্থার অবনতির কারণে হাসপাতালে ভর্তি হন ফরিদা পারভীন। দীর্ঘদিন ধরে তিনি কিডনির সমস্যা, শ্বাসকষ্ট এবং অন্যান্য শারীরিক জটিলতায় ভুগছেন।

উল্লেখ্য, ফরিদা পারভীন সংগীত জীবনের শুরুতেই নজরুল সংগীত গাইতেন, তবে পরবর্তীতে তিনি লালনসংগীতের দিকে ঝুঁকেন এবং মোকসেদ আলী শাহ থেকে লালন সংগীতের শিক্ষা গ্রহণ করেন। তার সংগীত জীবনে তিনি অসামান্য অবদান রেখেছেন। ১৯৮৭ সালে সংগীতের প্রতি বিশেষ অবদানের জন্য একুশে পদক লাভ করেন, এবং ২০০৮ সালে জাপান সরকারের 'ফুকুওয়াকা এশিয়ান কালচার' পুরস্কারও অর্জন করেন। তার কণ্ঠে একাধিক চলচ্চিত্রের গানও শোনা গেছে। এছাড়া, তিনি ১৯৯৩ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন সেরা প্লে-ব্যাক গায়িকা হিসেবে।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন #লালনসংগীত শিল্পী ফরিদা পারভীন #শ্বাসকষ্টজনিত সমস্যা