বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রকে ঘিরে মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল থেকেই ছড়িয়ে পড়ে এক বিভ্রান্তিকর খবর। ভারতের একাধিক নামী সংবাদমাধ্যম—টেলিগ্রাফ, ইন্ডিয়া টুডে, ইকোনমিক টাইমস, জি নিউজ—প্রকাশ করে তাঁর মৃত্যুর সংবাদ। এমনকি কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং ও চিত্রনাট্যকার জাভেদ আখতারের মতো ব্যক্তিত্বরাও শোক জানিয়ে পোস্ট দেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
তবে এরপর অভিনেতার মেয়ে এশা দেওল বলেছেন, মৃত্যুর খবরটি গুজব। ইনস্টাগ্রামে এক বিবৃতির মাধ্যমে তিনি জানিয়েছেন, তার বাবা একেবারেই সুস্থ আছেন এবং মৃত্যুর খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন।
এশা লেখেন, “বাবা স্থিতিশীল আছেন, আপনাদের ভালোবাসা ও প্রার্থনার জন্য ধন্যবাদ।”
গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি আছেন ধর্মেন্দ্র। সোমবার সকালে তার শ্বাসকষ্ট কিছুটা বেড়ে যাওয়ায় চিকিৎসকরা সতর্কতা হিসেবে তাকে লাইফ সাপোর্টে রাখেন। সেই খবর থেকেই মূলত জল্পনা ছড়িয়ে পড়ে চারদিকে।

তবে পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। সোমবার রাতেই পরিবার জানায়, উদ্বিগ্ন হওয়ার কিছু নেই; নিয়মিত চিকিৎসা ও পর্যবেক্ষণের অংশ হিসেবেই হাসপাতালে রাখা হয়েছে তাকে।
কিন্তু ভোর হতেই যখন ভারতীয় সংবাদমাধ্যমগুলো একে একে “ধর্মেন্দ্রর প্রয়াণ” শিরোনামে খবর প্রকাশ করতে শুরু করে, তখন সোশ্যাল মিডিয়ায় শোকের ঢেউ বয়ে যায়। সেই গুজবের অবসান ঘটাতে অবশেষে সরাসরি বক্তব্য দেন এশা দেওল।
বলিউডের কিংবদন্তি এই অভিনেতা এখনও ভক্তদের প্রার্থনা ও ভালোবাসায় মুড়িয়ে আছেন। গুজবের ঝড় থেমে গেছে, তবে ভক্তদের একটাই প্রত্যাশা—প্রিয় ধর্মেন্দ্র যেন দ্রুত পুরোপুরি সুস্থ হয়ে ফেরেন পর্দার প্রিয় হাসি আর দৃঢ় উপস্থিতি নিয়ে।
এসি//