ব্রিকস জোটে আফ্রিকান দেশগুলোর প্রতিনিধিত্ব আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা মন্ত্রী নলন্ড লামোলা। ১৭তম ব্রিকস সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, আফ্রিকান দেশগুলোর অংশগ্রহণ বাড়াতে কাজ করছে দক্ষিণ আফ্রিকা।
ব্রিকস নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রশংসা করে তিনি বলেন, এই ব্যাংকের অর্থায়নে দক্ষিণ আফ্রিকার বন্দর, রেল ও পানির অবকাঠামো খাতে ইতিবাচক পরিবর্তন এসেছে। ২০২৪ সালের আগস্টের শেষের দিকে ব্যাংকটি দক্ষিণ আফ্রিকাকে পানি ও স্যানিটেশন খাতে ১ বিলিয়ন ডলার ঋণ অনুমোদন দিয়েছে।
উল্লেখ্য, এ বছর নাইজেরিয়া, অ্যাঙ্গোলা সহ আফ্রিকার বেশ কয়েকটি দেশ সম্মেলনে অংশ নিচ্ছে।