আন্তর্জাতিক

ইরাকে ১২ তুর্কি সেনা নিহত

বায়ান্ন আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

উত্তর ইরাকের একটি গুহায় মিথেন গ্যাসের বিষক্রিয়ায় ১২ তুর্কি সেনা নিহত হয়েছেন। সোমবার (০৭ জুলাই) তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রণালয় জানায়, রোববার (৬ জুলাই) কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে এক তুর্কি সেনা নিহত হয়। ওই সেনার দেহাবশেষ খুঁজতে গুহায় প্রবেশ করেছিলেন তারা। সে সময় গুহার মধ্যে মিথেন গ্যাসের বিষক্রিয়ায় নিহত হন এসব সেনা।

অন্যদিকে, বাকি আহত সেনাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়। 

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন # #ইরাকে #১২ #তুর্কি #সেনা #নিহত