বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অভিনয় জগতের পাশাপাশি নিজের বোল্ড ছবি দিয়েও আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন তিনি। তবে এবার নিজের ব্যক্তিগত জীবন নিয়ে নিজের অভিমত প্রকাশ করেছে।
সম্প্রতি ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খানের’ প্রথম পর্বে অতিথি হয়ে হাজির হন তিশা। আর সেখানেই তিনি তার জীবনের ইচ্ছা পোষণ করেন।

টকশোতে জায়েদ খান যখন তাকে প্রশ্ন করেন, পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চাও? তখন তার প্রশ্নের জবাবে তিশা বলেন,’আই উইল বি আ মাদার। আমি বিয়ে করব এবং মা হব’। তিশা আরও বলেন, এটা এমন কিছু না যে কেউ বলবে, আমি এইভাবে বলব না।

কিন্তু আমি মনে করি, পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফ দুইটিকেই সমান গুরুত্ব দিতে হবে। একে অপরকে এড়িয়ে চলা কিংবা লুকানো উচিত নয়।

এছাড়া অনুষ্ঠানটি চলাকালীন তিশা মজা করেও জায়েদ খানকে বিয়ের প্রসঙ্গে প্রশ্ন করেন, যার উত্তরে জায়েদ খান মজার ছলে কথা বলেন।

প্রসঙ্গত,‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খানের’ অনুষ্ঠানটি ঠিকানা টিভি-এর ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত হয়। প্রথম পর্ব শুক্রবার রাত ৮টায় সম্প্রচারিত হয়েছে।
এসকে//