আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যা, নিহত ২৪

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যে আকস্মিক বন্যায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও ২৫ শিশু। শনিবার (০৫ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের কারভিল শহরে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে নদী তীরবর্তী ঘরবাড়ি বিধ্বস্ত, সড়কপথ বিচ্ছিন্ন এবং বহু গাড়ি ভেসে গেছে। টেক্সাসের প্রশাসন এই পরিস্থিতিকে ‘প্রাণঘাতী ও অত্যন্ত বিপজ্জনক’ ঘোষণা করে বাসিন্দাদের উঁচু জায়গায় আশ্রয় নিতে বলেছে। সেই সঙ্গে ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা।

টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, ৪৫ মিনিটের মধ্যে, গুয়াদালুপ নদীর পানি ২৬ ফুট উপরে উঠেছিল এবং এটি একটি ধ্বংসাত্মক বন্যায় রূপ নেয়। এতে বিপুল পরিমাণে সম্পদ এবং বহু মানুষের প্রাণহানির ঘটনা ঘটে।

এর আগে স্থানীয় সময় গেল শুক্রবার (৪ জুলাই) সকালে, রাজ্যে আকস্মিক বন্যার কারণে পার্বত্য দেশ এবং কনচো ভ্যালি অঞ্চলে দুর্যোগ ঘোষণা করা হয়। পড়ে টেক্সাসে স্বাধীনতা দিবস উদ্‌যাপনের অনুষ্ঠানও বাতিল করা হয়েছে। 

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #যুক্তরাষ্ট্র #বন্যা