বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন নিজের ঝুলিতে যোগ করলেন আরও এক আন্তর্জাতিক সম্মান। ২০২৬ সালে ‘হলিউড ওয়াক অব ফেম’-এ যুক্ত হতে যাচ্ছেন তিনি। ‘মোশন পিকচার’ বিভাগে মনোনীতদের তালিকায় দীপিকা একমাত্র ভারতীয় হিসেবে জায়গা করে নিয়েছেন।
এই ঘোষণা এসেছে হলিউড চেম্বার অব কমার্সের একটি সরাসরি সম্প্রচার থেকে। দীপিকার সঙ্গে তালিকায় আছেন এমিলি ব্লান্ট, টিমোথি শ্যালামে, রামি মালেক, র্যাচেল ম্যাকঅ্যাডামস, ডেমি মুর, স্ট্যানলি টুচি এবং মাইলি সাইরাসের মতো বিশ্বখ্যাত তারকারা।

দীপিকা অনেক আগেই বলিউডে নিজের অবস্থান সুদৃঢ় করেছেন। পাশাপাশি, আন্তর্জাতিক অঙ্গনেও তার গ্রহণযোগ্যতা দিন দিন বেড়েছে। হলিউড ওয়াক অব ফেমে অন্তর্ভুক্তি তার সেই প্রভাবেরই নতুন স্বীকৃতি।

২০১৮ সালে ‘টাইম’ ম্যাগাজিনের বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় জায়গা করে নিয়েছিলেন তিনি। এছাড়াও পেয়েছেন ‘টাইম ১০০ ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড’। কাতারে ফিফা বিশ্বকাপের ফাইনালে ট্রফি উন্মোচনের ঐতিহাসিক মুহূর্তেও তার উপস্থিতি ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে।

সম্প্রতি মা হয়েছেন দীপিকা। মাতৃত্বকালীন বিরতির পর শিগগিরই ফিরছেন বড় পর্দায়। তাকে দেখা যাবে দক্ষিণের জনপ্রিয় পরিচালক অ্যাটলির পরবর্তী সিনেমায়।
এমএ//