বিনোদন

মুস্তাফিজকে দলে নেয়ায় তীব্র সমালোচনার মুখে শাহরুখ

বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)–এর চলতি আসরে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নেয়াকে কেন্দ্র করে তীব্র বিতর্কের মুখে পড়েছেন বলিউড তারকা ও কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান। নিলামে ৯ কোটি রুপিতে ‘কাটার মাস্টার’ মুস্তাফিজকে কেনার পর থেকেই ভারতের বিভিন্ন মহলে সমালোচনা ও কটাক্ষ শুরু হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, শিবসেনার মতো রাজনৈতিক দলও শাহরুখকে প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়েছে।

সাম্প্রতিক সময়ে ভারতে বাংলাদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে বিরূপ মনোভাব তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে মুস্তাফিজকে বড় অঙ্কের অর্থে দলে নেয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে শাহরুখ খানকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা দিচ্ছেন অনেকেই। সমালোচকদের তালিকায় রয়েছেন বিজেপি নেতাসহ কয়েকজন প্রভাবশালী ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিত্ব।

এবার এই বিতর্কে সরাসরি আল্টিমেটাম দিয়েছে হিন্দু ডানপন্থী দল শিবসেনা। দলটির মুখপাত্র আনন্দ দুবে এক বিবৃতিতে দাবি করেছেন, শাহরুখ খান যদি নিজের সম্মান রক্ষা করতে চান, তবে মুস্তাফিজকে দল থেকে বাদ দেওয়া উচিত। তার অভিযোগ, একজন বাংলাদেশি ক্রিকেটার ভারতে উপার্জিত অর্থ নিজ দেশে ভারতবিরোধী কর্মকাণ্ডে ব্যবহার করতে পারেযা কোনোভাবেই মেনে নেয়া হবে না।

একাধিক মহল থেকে আসা এই চাপ ও সমালোচনায় কার্যত বিপাকে পড়েছে শাহরুখ খান ও তার ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স। তবে ক্রিকেট সংশ্লিষ্টদের একটি অংশ মনে করছে, নিলামে মুস্তাফিজকে ৯ কোটি রুপিতে কেনার সিদ্ধান্তই মূলত এই অস্থিরতা ও রাজনৈতিক বিতর্ককে আরও উসকে দিয়েছে।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #আইপিএল #মুস্তাফিজুর রহমান #বিতর্কের মুখে #শাহরুখ খান