ইসরাইল এবং গাজা যুদ্ধ বিষয়ে ট্রাম্প প্রশাসনের শান্তি প্রস্তাবের হামাসকে রাজি হওয়ার আহ্বান জানিয়েছেন,মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি ব্রুস। তিনি বলেছেন, প্রেসিডেন্টের অনুরোধ অনুযায়ী, ইসরাইল মেনে নিয়েছে। দুই-রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনা নিয়ে বাস্তববাদী হওয়া জরুরি।
তিনি আরো বলেন, ‘এই প্রস্তাব মেনে নেওয়াটাই যুক্তিসংগত। তা না হলে পরিস্থিতি আরও খারাপ হবে।’ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথভাবে ইরানের ওপর চালানো হামলাগুলো পরিস্থিতির গতিপথ বদলে দিয়েছে।
তিনি অভিযোগ করেন, ‘মিডিয়াতে যা দেখানো হয়, তার অনেকটাই অসত্য, কল্পনাপ্রসূত।
ইসরায়েলের বিচারমন্ত্রী জারেল লেভির 'এটাই সময়' পশ্চিম তীর দখলের সময়। এই বিষয়ে তার তিনি কোনো নিন্দা করতে রাজি হননি।
তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প বর্তমান বাস্তবতা সম্পর্কে স্পষ্ট ধারণা রাখেন,। যে, নিরাপত্তা সংক্রান্ত যেকোনো সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে রয়েছে।
এমএ//