আন্তর্জাতিক

বিজ্ঞানীদের হত্যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন: ইরানের বিজ্ঞানমন্ত্রী

ইরানের বিজ্ঞানমন্ত্রী হোসেন সিমায়েই সারাফ

ইরান-ইসরায়েল সাম্প্রতিক সংঘর্ষে নিহত বিশিষ্ট পারমাণবিক বিজ্ঞানী মোহাম্মদ মাহদি তেহরাঞ্চির জানাজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ইরানের রাজধানী তেহরানে এই আয়োজনে, তেহরাঞ্চির পরিবার, সহকর্মী, বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।

এসময় বিজ্ঞানীর ভাই আমির তেহরাঞ্চি বলেন, "তার ভাই শহীদ হওয়ার জন্য প্রস্তুত ছিলেন। ইরানের গৌরব বাড়াতে কাজ করে গেছেন।" এসময় ইরানের বিজ্ঞানমন্ত্রী বলেন, বিজ্ঞানীদের হত্যা আন্তর্জাতিক আইন, মানবিক আইন, শিক্ষাগত স্বাধীনতা এবং নৈতিকতার সম্পূর্ণ লঙ্ঘন। এ ব্যাপারে ইউনেস্কোর জাতীয় কমিশনে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে ইরান।

উল্লেখ্য, গত ১৪ জুন ইসরায়েলি বাহিনী জানায় যে তারা 'অপারেশন রাইজিং লায়ন' অভিযানে ইরানের পরমাণু অস্ত্র কর্মসূচিতে যুক্ত নয়জন শীর্ষস্থানীয় বিজ্ঞানী ও বিশেষজ্ঞকে হত্যা করেছে, যার মধ্যে অন্যতম ছিলেন তেহরাঞ্চি।

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান বিজ্ঞানমন্ত্রী