আন্তর্জাতিক

আব্রাহাম চুক্তিতে নেই পাকিস্তান, ফিলিস্তিন নীতিতে অবস্থান অটল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক চাপ কিংবা কূটনৈতিক উদ্যোগ, কোনোটিই পাকিস্তানকে আব্রাহাম চুক্তির পথে টলাতে পারবে না। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দার স্পষ্ট করে জানিয়েছেন, এই চুক্তিতে যোগদানের কোনো সম্ভাবনাই নেই। সোমবার (৩০ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভি

শুক্রবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে ইসহাক দার বলেন, ‘ফিলিস্তিন ইস্যুতে পাকিস্তানের অবস্থান দৃঢ় ও অপরিবর্তনীয়। আমরা দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষপাতী এবং ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না।’

তার এই মন্তব্য এসেছে এমন এক সময়ে, যখন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ দাবি করেন, ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের জন্য আব্রাহাম চুক্তিতে কিছু নতুন দেশ শিগগিরই যুক্ত হতে পারে। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের পর উইটকফ এ মন্তব্য করেন।

ইসহাক দার বলেন, ‘পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার কোনো প্রশ্নই নেই। সাত দশকের নীতি থেকে আমরা একচুলও সরিনি।’

অন্যদিকে, দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফও একই সুরে কথা বলেছেন। সামা টিভির ‘নাদিম মালিক লাইভ’ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আব্রাহাম চুক্তি নিয়ে যদি কোনো চাপ আসে, তখন আমরা দেখব কীভাবে তা মোকাবিলা করা যায়। তবে একটি কথা স্পষ্ট, পাকিস্তানের স্বার্থের বিরোধী কোনো সিদ্ধান্তে আমরা রাজি হব না।’

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে সরকারের ভেতরে আলোচনা চলছে, তবে জাতীয় স্বার্থই তাদের চূড়ান্ত অবস্থান নির্ধারণে মূল বিবেচ্য হবে।

 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #পাকিস্তান #ইসরাইল #ফিলিস্তিন #আব্রাহাম #আব্রাহাম অ্যাকর্ডস