রাজনীতি

বিএনপিকে ক্ষমতায় যাওয়ার গ্যারান্টি কে দিয়েছে : ফয়জুল করীম

ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন,  বিএনপিকে ক্ষমতায় যাওয়ার গ্যারান্টি কে দিয়েছে? বাংলাদেশের মানুষ কোনও দুর্নীতিবাজ ও চাঁদাবাজকে ক্ষমতায় যেতে দেবে না। একটি সর্বদলীয় সংসদ গঠন করতে পিআর হচ্ছে সবচেয়ে ভালো পদ্ধতি। বিএনপিরও তা মেনে নেওয়া উচিত।

শনিবার (২৮ জুন) বিকেলে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সংস্কার, গণহত্যার বিচার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনেরদাবিতে ইসলামী আন্দোলন আয়োজিত মহাসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফয়জুল করীম বলেন, আজকে বিভিন্ন দলের যারা এখানে এসেছেন, তারা মোনাফেকি না করলে আগামীতে ইসলামী শক্তি ক্ষমতায় আসবে। আমরা নিজেরা ক্ষমতায় যেতে চাই না। কোরআন ও সুন্নাহকে ক্ষমতায় নিতে চাই

তিনি বলেন, ইসলাম ক্ষমতায় গেলে মানুষ ন্যায্য অধিকার ফিরে পাবে। দারিদ্রের হার কমবে। মনুষ জীবনের নিরাপত্তা পাবে। দেশ থেকে ২৮ হাজার কোটি টাকা পাচার হবে না। দাঁড়ি-টুপি পরে চলতে গেলে হামলার শিকার হবে না কেউ।

তিনি আরও বলেন,  বিগত দিনে ভারতের কাছে আওয়ামী লীগ সরকার দায়বদ্ধ ছিল। কিন্তু দেশের মানুষ ভারতের গোলামী করার জন্য একাত্তরে জীবন দেয়নি। সমাবেশে ইরানে ইসরায়েলি আগ্রাসনের নিন্দাও জানান তিনি।

এর আগে সংস্কার, বিচার, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন, লে‌ভেল প্লে‌য়িং ফি‌ল্ডের দাবিতে চর‌মোনাই পী‌রের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের মহাসমাবেশে জামায়া‌তে ইসলামী, এন‌সি‌পি, গণঅ‌ধিকার প‌রিষদ,এবি পা‌র্টিসহ বি‌ভিন্ন দ‌লের নেতারা যোগ দেন

এছাড়া এ মহাসমা‌বেশ হিন্দু্, বৌদ্ধ, খ্রিষ্টান সম্প্রদা‌য়ে‌র সংগঠ‌নের নেতারাও যোগ দেনতবে সংখ্যানুপা‌তিক নির্বাচনের বি‌রোধী হওয়ায় বিএন‌পি‌কে আমন্ত্রণ জানায়‌নি ইসলামী আন্দোলন

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ফয়জুল করীম