রাজনীতি

শেখ হাসিনার দুটি লকারে যা যা পাওয়া গেল

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রণী ব্যাংকে থাকা দুটি লকার থেকে ৮৩২ ভরি স্বর্ণের গয়না উদ্ধার করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) যৌথ দল।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে আদালতের অনুমতি নিয়ে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লকার দুটি খোলা হয়।

সংগৃহীত
সংগৃহীত

জানা যায়, জব্দের সোয়া দুই মাস পর লকার দুটি খোলার অনুমতি মেলে। একইদিন তদন্ত দল শেখ হাসিনার নামে পূবালী ব্যাংকে থাকা আরেকটি লকারও খোলে।

কেন্দ্রীয় ব্যাংকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, উদ্ধার হওয়া গয়নাগুলোর মধ্যে দলীয় প্রতীক নৌকা আকৃতির অলঙ্কার, শেখ কামাল ও শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিয়ের আংটি, বিভিন্ন ধরনের বালা-চুড়ি ও কানের দুল রয়েছে।

এর আগে গেল ১৭ সেপ্টেম্বর অগ্রণী ব্যাংকের দিলকুশা প্রধান কার্যালয়ে থাকা দুটি লকার (নম্বর ৭৫১ ও ৭৫৩) জব্দ করেছিল সিআইসি।

লকার জব্দের সময় অগ্রণী ব্যাংকের এমডি আনোয়ারুল ইসলাম জানিয়েছিলেন, শেখ হাসিনা নিয়ম অনুযায়ী দুটি লকার ভাড়া নিয়েছিলেন এবং সেগুলো নিরাপদেই সংরক্ষিত ছিল। গ্রাহকের অনুপস্থিতিতে লকার খুলতে হলে আদালতের নির্দেশ ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতি বাধ্যতামূলক—এমন নিয়মও তিনি উল্লেখ করেছিলেন।

এর আগে পূবালী ব্যাংকের মতিঝিল শাখায় শেখ হাসিনার আরেকটি লকার (নম্বর ১২৮) জব্দ করে সিআইসি। নিয়ম অনুযায়ী, লকার খোলার জন্য গ্রাহক ও ব্যাংকের কাছে থাকা দুটি চাবিই প্রয়োজন হয়।

অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার একটি ব্যাংক হিসাবও গেল বছরের অগাস্ট থেকে বিএফআইইউ-এর নির্দেশে অবরুদ্ধ রয়েছে। সেই হিসেবে কত টাকা রয়েছে, তাও তদন্ত দল খতিয়ে দেখেছে।

 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #শেখ হাসিনা #শেখ হাসিনার লকার #লকার