অস্ত্র ও সামরিক সরঞ্জাম নিয়ে নতুন করে ১৪টি কার্গো বিমান ইসরাইলে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র ও জার্মানি। ইতোমধ্যে বিমানগুলো ইসরাইলে পৌঁছেছে। বৃহস্পতিবার (১৯ জুন) ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর- আনাদোলু।
ইসরাইলের প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের সাম্প্রতিক হামলার পর থেকেই যুক্তরাষ্ট্র ও জার্মানি থেকে ধারাবাহিকভাবে অস্ত্র আসছে। শুধু এই দুটি দেশ থেকেই এখন পর্যন্ত মোট ১৪টি কার্গো বিমান ইসরাইলেঅস্ত্র ও সামরিক সরঞ্জাম পৌঁছে দিয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় ৮০০ কার্গো উড়োজাহাজ এ ধরনের সামরিক সরঞ্জাম বহন করে দেশটিতে নেমেছে।
মন্ত্রণালয়ের ভাষ্যমতে, এই রসদ সহায়তা ইসরাইলি সেনাবাহিনীর চলমান অভিযানে ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি ভবিষ্যতের জন্য প্রস্তুতি ও অস্ত্র মজুত বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তবে এই সাম্প্রতিক চালানে কোন ধরনের অস্ত্র এসেছে, সে বিষয়ে কোনও নির্দিষ্ট তথ্য দেয়নি প্রতিরক্ষা মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্র ও জার্মানির দিক থেকেও এই বিষয়ে কোনও মন্তব্য আসেনি।
প্রসঙ্গত, গেল শুক্রবার (১৩ জুন) ইরানে আগ্রাসী হামলা চালায় দখলদার ইসরাইল। ইরানের পারমাণবিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা ও আবাসিক এলাকা লক্ষ্য করে এই হামলা চালানো হয়।
জবাবে শুক্রবার রাত থেকেই ইসরাইলে শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে তেহরান।
এমএ//