রাজনীতি

ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন তারেক রহমান

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাংলাদেশের জনগণসহ সারা বিশ্বের মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ঈদুল আযহা কেবল উৎসব নয় বরং, আত্মত্যাগ, সংযম ও মানবিকতার গভীর বার্তা বহন করে।

ফেসবুকে দেয়া এক পোস্টে তারেক রহমান উল্লেখ করেন লিখেন, কোরবানির মাধ্যমে একজন বিশ্বাসী ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেন। কোরআনের বাণী অনুসারে, আল্লাহর কাছে পশুর মাংস বা রক্ত নয়, নিবেদিত অন্তরের পবিত্রতা পৌঁছায়। এই আত্মিক ত্যাগই ঈদের মূল শিক্ষা।

তিনি আরও লিখেন, দীর্ঘ সময় ধরে বাংলাদেশের মানুষ রাজনৈতিক নিপীড়ন ও নৈতিক অবক্ষয়ের মুখোমুখি হয়েছে। তবে পরিবর্তিত পরিস্থিতিতে এখন প্রয়োজন শান্তি, সম্প্রীতি ও ন্যায়ভিত্তিক সমাজ গঠন। যাতে আগের মতো লুটপাট, দুর্নীতি বা অবিচারের পুনরাবৃত্তি না ঘটে।

বর্তমান অর্থনৈতিক সংকটের কথা উল্লেখ করে তিনি লিখেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকটে সাধারণ মানুষ ঈদের আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে। এই সময়ে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই হবে কোরবানির প্রকৃত তাৎপর্য।

ঈদের এই আনন্দঘন মুহূর্তে ঈদ মোবারক জানিয়ে দেশবাসীকে সাম্য, সংহতি ও সহমর্মিতার বন্ধনে আবদ্ধ হয়ে একসঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

 

এসকে// 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #তারেক রহমান #ঈদ শুভেচ্ছা