দেশজুড়ে

লরির চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বায়ান্ন প্রতিবেদন

রাজধানীর বনানীতে লরির চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (২৫ মে) সকালে কাকলি এলিভেটেড এক্সপ্রেসয়ে র্যাইম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন আশফাক রহমান ও আসিফ মাহমুদ। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, সকাল ৯টার দিকে উত্তরাগামী একটি সিমেন্ট বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়। নিহতদের মরদেহ  হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  

ওসি রাসেল সরোয়ার আরও বলেন,দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও লরির হেলপার রবিউল ইসলামকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। নিহতদের পরিবারকে খুঁজে বের করার কাজ চলছে এবং আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #বনানী #দুই মোটরসাইকেল আরোহী নিহত