গাজায় যুদ্ধবিরতি চুক্তির বিরোধিতা করে ইসরাইলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ইতামার বেন-গাভির পদত্যাগ করেছেন। তিনি কট্টর জাতীয়তাবাদী ধর্মীয় দল জিউইশ পাওয়ার পার্টির নেতা।
ইতামারের দলের দুই সদস্যও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন।
ইতামার বেন-গাভির ও তাঁর দল জিউইশ পাওয়ার পার্টি হামাসের সঙ্গে ইসরাইলের এই যুদ্ধবিরতি চুক্তির বিরোধিতা করে আসছিলো।
এর আগে, নির্ধারিত সময়ের তিন ঘন্টা দেরিতে রোববার গাজা যুদ্ধবিরতি শুরু হয়। স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় ( বাংলাদেশ সময় সাড়ে ১২টা) এই যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা ছিলো।
হামাসের কাছ থেকে ইসরাইলি তিন বন্দীর নাম না পাওয়ায় গাজায় হামলা চালু রাখে ইসরাইল।
ইসরাইল জানায়, হামাস যতক্ষণ পর্যন্ত জিম্মিদের নামের তালিকা না দেবে ততক্ষণ পর্যন্ত গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবে না। তাই সকালে যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা থাকলেও; তাদের সেনারা হামলা অব্যাহত রাখে।
এনএস