আন্তর্জাতিক

টিউলিপ সিদ্দিকের পদত্যাগ নিয়ে যা বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

বায়ান্ন আন্তর্জাতিক ডেস্ক

টিউলিপ সিদ্দিক ও ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার ছবি: সংগৃহীত

একাধিক অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতে প্রচণ্ড সমালোচনার মুখে পদত্যাগ করেছেন ব্রিটেনের ক্ষমতাসীন লেবার মন্ত্রিসভার সদস্য, ইকনোমিক সেক্রেটারি টু দি ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার টিউলিটপ সিদ্দিক। তিনি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে এবং ব্রিটেনের লেবার পার্টির এমপি।

টিউলিপি সিদ্দিকের পদত্যাগ পত্র গ্রহণ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার।

ব্রিটিশ বার্তা সংস্থা দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, টিউলিপের বিরুদ্ধে দুর্নীতি ও তার পদত্যাগের বিষয়ে এক বিবৃতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, স্বাধীন উপদেষ্টা হিসাবে স্যার লরি ম্যাগনাস আমাকে আশ্বস্ত করেছেন যে তিনি মন্ত্রিত্বের কোডের কোনো লঙ্ঘন খুঁজে পাননি এবং আপনার পক্ষ থেকে আর্থিক অসঙ্গতির কোনো প্রমাণ পাননি।’

কিয়ার স্টারমার আরও বলেন, ‘আমি স্বাধীন উপদেষ্টার কাছে স্ব-রেফার করার জন্য এবং তথ্য প্রতিষ্ঠার সাথে আপনার সম্পূর্ণ সহযোগিতার জন্য আপনাকে ধন্যবাদ জানাতে চাই। আমি কৃতজ্ঞ যে ব্রিটেনকে পরিবর্তন করার জন্য আমাদের এজেন্ডা প্রদান থেকে চলমান বিভ্রান্তির অবসান ঘটাতে, আপনি একটি কঠিন সিদ্ধান্ত নিয়েছেন এবং এটি পরিষ্কার করতে চান যে আপনার সামনে এগিয়ে যাওয়ার দরজা খোলা রয়েছে।’

প্রসঙ্গত,  টিউলিপ সিদ্দিকের লন্ডনে বিনামূল্যে ফ্লাট উপহার পাওয়ার ঘটনায় ব্রিটেনের রাজনৈতিক অবস্থা বেশ কয়েকদিন ধরে রীতিমতো উত্তাল। সমালোচনার ঝড় বইছিলো পার্লামেন্টেও।টিউলিপের অভিযোগ খতিয়ে দেখার পাশাপাশি দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়ে আসছিলো বিরোধী কনজারভেটিভ দলসহ অন্যান্য রাজনৈতিক দলের আইন প্রণেতারা। টিউলিপকে সরিয়ে দেওয়ার সবশেষ দাবি জানায়, দুর্নীতিবিরোধী জোট-ইউকে অ্যান্টি-করাপশন কোয়ালিশন। এই জোটে রয়েছে দুর্নীতিবিরোধী সংস্থা হিসেবে বিশ্বব্যাপী সমাদৃত অক্সফাম ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। এতে বেশ চাপের মুখে পড়েন ব্রিটিশ প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। তাছাড়া, দুর্নীতির অভিযোগ ওঠায় টিউলিপ সিদ্দিক দলের ভেতর ও বাইরে কোনঠাসা হয়ে পড়েন। এসব কারণে টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেন বলে মনে করছেন বিশ্লেষকরা।

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন #টিউলিপ সিদ্দিক