তীব্র ঘূর্ণিঝড় আকারে ঘণ্টায় ১২০ কি.মি. বেগে বাংলাদেশের সুন্দরবন সংলগ্ন উপকূলে আঘাত হানতে পারে সাইক্লোন রেমাল। ২৫ মে সন্ধ্যা নাগাদ এর প্রভাব বাংলাদেশ উপকূলে পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
শুক্রবার (২৪ মে) এক আবহাওয়া বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
ঘূর্ণিঝড় রেমাল নিয়ে ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের সবশেষ বুলেটিনে জানানো হয়, নিম্নচাপ আকারে রেমাল বর্তমানে পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৩০ কি.মি. দক্ষিণ দক্ষিণ পশ্চিমে এবং পশ্চিমবঙ্গের ক্যানিং উপকূল থেকে ৭৫০ কি.মি. দক্ষিণে অবস্থান করছে।

ভারতীয় আবহাওয়া অধিদপ্তর জানায়, ২৫ মে রাত নাগাদ নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে। এসময়ে ঘূর্ণিঝড় কেন্দ্রে বাতাসের একটানা গতিবেগ থাকবে ঘণ্টায় ৭০ কি.মি.। যা দমকা ও ঝড়ো হাওয়া আকারে ৮০ কি.মি. বেগে বৃদ্ধি পেতে পারে।

পূর্বাভাসে বলা হয়, ২৬ মে নাগাদ ঘূর্ণিঝড় রেমাল তীব্র ঘূর্ণিঝড় এর গতিবেগ নিয়ে বাংলাদেশের সুন্দরবন উপকূলে আঘাত হানতে পারে।
ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের দেয়া তথ্য পর্যালোচনা করে আরও জানা যায়, বাংলাদেশের খুলনা ও বরিশাল বিভাগ এবং পশ্চিমবঙ্গের কিছু অংশে ঘূর্ণিঝড় রেমালের কেন্দ্রের প্রভাব পড়তে পারে। এর কেন্দ্র সুন্দরবন সংলগ্ন বাগেরহাট জেলার উপর দিয়ে অতিক্রমের সম্ভাবনা রয়েছে।
প্রসঙ্গত, এই মুহুর্তে সাগর খুবই উত্তাল রয়েছে।