রাজধানীর মিরপুর-১১ এলাকায় পরিত্যক্ত অবস্থায় তিনটি রিভলভার ও ৭৩ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে এ অভিযান চালানো হয়।
শনিবার (২০ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শুক্রবার বিকেল আনুমানিক পৌনে ৫টার দিকে মিরপুর-১১-এর ব্লক সি এলাকায় অবস্থিত পুরাতন সিটি কর্পোরেশন মার্কেটের ছয়তলা ভবনের তৃতীয় তলায় পুলিশের একটি বিশেষ দল অভিযান চালায়। অভিযানে সেখানে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
অভিযানে তিনটি রিভলভার, ৭৩ রাউন্ড তাজা কার্তুজ, একটি রিভলভারের কাভার, একটি চাপাতি এবং দুটি ছোট ছুরি উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, কোনো সংঘবদ্ধ অপরাধচক্র এসব অস্ত্র সেখানে গোপনে মজুত করে রেখেছিল। অস্ত্রগুলোর উৎস, কারা এগুলো রেখে গেছে এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে বলে জানিয়েছে ডিএমপি।
এমএ//