ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ প্রার্থী শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ বহনকারী বিমানটি একযোগে বিশ্বের হাজারো মানুষের নজরে এসেছে। ফ্লাইট র্যাডার টুয়েন্টিফোরে একই সময়ে প্রায় ৭ হাজার ২৯৩ জন এই উড়োজাহাজটি পর্যবেক্ষণ করছিলেন, যা বিশ্বব্যাপী সব চলমান ফ্লাইটের মধ্যে শীর্ষে উঠে আসে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৫৮৫ ফ্লাইটটি শুক্রবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ সময় দুপুর ২টা ৩ মিনিটে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে। ফ্লাইটটি সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
এই প্রতিবেদন লেখার সময় (বিকেল ৪টা ৫০ মিনিট) পর্যন্ত ফ্লাইট র্যাডার প্ল্যাটফর্মে দেখা যায়, একসঙ্গে প্রায় ৭ হাজার ২৯৩ মানুষ বিমানটির গতিপথ পর্যবেক্ষণ করছেন। এতে করে মুহূর্তের মধ্যেই ফ্লাইটটি বিশ্বের সবচেয়ে বেশি ট্র্যাক করা উড়োজাহাজে পরিণত হয়।

শহীদ ওসমান হাদির মরদেহ মর্যাদাপূর্ণ ও নির্বিঘ্নভাবে দেশে পৌঁছে দিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন শরিফ ওসমান হাদি। তার মৃত্যুর খবর ঢাকায় পৌঁছানোর পর কারওয়ান বাজারসহ রাজধানীর বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ভাঙচুরের ঘটনাও ঘটে।
এর আগে গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে রিকশায় থাকা শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়। মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক অস্ত্রোপচারের পর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।
এমএ//