বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইট বেলা ১১টা ৫৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। দেশে ফিরলে তাকে সংবর্ধনা দেওয়া জন্য বিমানবন্দর ও এভারকেয়ারের কাছাকাছি উপযুক্ত স্থান খোঁজা হচ্ছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতে ঢাকা বিমানবন্দর সরেজমিনে পরিদর্শন করে অভ্যর্থনা কমিটির আহ্বায়ক ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তারেক রহমানের নিরাপত্তার বিষয়টি নিয়ে বিএনপির নিরাপত্তা টিম সরকারের সঙ্গে সমন্বয় করছে। সরকারও বেশ সহযোগিতা করছে। ২৪ ডিসেম্বর রাতে ও ২৫ ডিসেম্বর সকালের মধ্যে আমাদের নেতাকর্মীরা কীভাবে বিমানবন্দরে পৌঁছবেন সে নির্দেশনাও ইতোমধ্যে দেওয়া হয়েছে।
সালাহউদ্দিন বলেন, এই সংবর্ধনা বিগত ৫৫ বছর ও আগামী ৫৫ বছরের জন্যও ঐতিহাসিক এবং স্মরণীয় হয়ে থাকবে। তবে জনদুর্ভোগ যাতে না হয়, সে বিষয়টিও লক্ষ্য রাখা হচ্ছে। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন।
অভ্যর্থনা কমিটির সদস্য সচিব ও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমানের দেশে ফেরার আয়োজন হবে ঐতিহাসিক এবং মানুষের উপস্থিতি হবে স্মরণীয়।
আই/এ