অবৈধ অভিবাসী ধরতে মালয়েশিয়ার দুই রাজ্যে সাঁড়াশি অভিযান চালিয়ে মোট ৪০২ জনকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। এদের মধ্যে ৭২ জন বাংলাদেশি নাগরিক।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) মালয়েশিয়ার গণমাধ্যম এনএসটি প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, জোহর বাহরুর তেব্রাউ শিল্প এলাকায় একটি কম্পিউটার যন্ত্রাংশ কারখানায় বুধবার সন্ধ্যা ৭টায় অভিযান চালিয়ে ৩৫৬ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো অভিযানে দেখা যায়, বৈধ নথি ও কাজের অনুমতি ছাড়াই বিপুলসংখ্যক বিদেশি সেখানে কাজ করছিলেন।
আটকদের মধ্যে রয়েছেন ২৯৯ জন মিয়ানমারের নাগরিক, ২৬ জন বাংলাদেশি, ২২ জন ভারতীয়, তিনজন ইন্দোনেশীয়, দুইজন নেপালি এবং একজন করে পাকিস্তান ও ফিলিপাইনের নাগরিক। সবাইকে ইমিগ্রেশন আইন অনুযায়ী সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।
এদিকে, নেগেরি সেম্বিলান রাজ্যের নিলাই এলাকায় পৃথক অভিযানে একটি ইস্পাত কারখানা থেকে আরও ৪৬ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে, যাদের সবাই বাংলাদেশি।
ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, অবৈধ শ্রমিক নিয়োগের বিরুদ্ধে রাজ্যজুড়ে অভিযান অব্যাহত থাকবে।
এসএইচ//