গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে সাম্প্রতিক বিমান হামলার পর ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর আবারও ক্ষেপেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানায়, হামাসের উপ-কমান্ডার রায়েদ সাদ নিহত হওয়ার ঘটনায় হোয়াইট হাউস থেকে নেতানিয়াহুকে কড়া ভাষায় বার্তা পাঠানো হয়।
এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানান, সেই বার্তায় বলা হয়েছে- নেতানিয়াহু চাইলে নিজের সুনাম নষ্ট করতে পারেন। তবে গাজায় যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী হিসেবে ট্রাম্পের সুনাম ক্ষুণ্ন হতে দেয়া হবে না।
উল্লেখ্য, ১০ অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইল একাধিকবার তা লঙ্ঘন করেছে।
এসএইচ//