সিরিয়ার উপর সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো যুক্তরাষ্ট্র
সিরিয়ার ওপর সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের সময় জারি করা সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে এ সংক্রান্ত বিল পাস হওয়ার পর নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনে তা কার্যকর হয়।
গৃহযুদ্ধ ও দীর্ঘদিনের সংকটে বিপর্যস্ত সিরিয়ায় দেশি-বিদেশি বিনিয়োগ সহজ করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভোটাভুটিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে ৭৭ জন সিনেটর এবং ২০ জন বিপক্ষে ভোট দেন। নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবরে সিরিয়া সরকার উচ্ছ্বাস প্রকাশ করেছে।
এসএইচ//