আন্তর্জাতিক

যুক্তরাজ্যের সঙ্গে ‘ল্যান্ডমার্ক’ চুক্তি স্থগিত করল যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

বাণিজ্য ছাড় নিয়ে মতবিরোধের কারণে যুক্তরাজ্যের সঙ্গে স্বাক্ষরিত ৪ হাজার ১৬০ কোটি ডলারের ‘ল্যান্ডমার্ক’ বাণিজ্য চুক্তি স্থগিত করেছে যুক্তরাষ্ট্র।

ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল এক্সপ্রেস এর প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তির আওতায় বিজ্ঞান ও প্রযুক্তি খাতে যুক্তরাষ্ট্রকে আরও বেশি শুল্কছাড় দিতে চেয়েছিল ওয়াশিংটন, যা লন্ডনের কাছে গ্রহণযোগ্য হয়নি।

গত সেপ্টেম্বরে স্বাক্ষরিত এই চুক্তিতে কৃত্রিম বুদ্ধিমত্তা, পরমাণু শক্তি, কোয়ান্টাম প্রযুক্তিসহ বিভিন্ন কৌশলগত খাতে সহযোগিতার কথা ছিল।

তবে কয়েক দফা বৈঠকের পরও সমঝোতা না হওয়ায় শেষ পর্যন্ত চুক্তি স্থগিতের সিদ্ধান্ত নেয় মার্কিন কর্তৃপক্ষ।

যুক্তরাজ্য জানিয়েছে, তারা এখনও বিজ্ঞান ও প্রযুক্তিখাতে বিনিয়োগ ও সহযোগিতার লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ।

 

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন