নতুন আট দেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করল যুক্তরাষ্ট্র
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও আটটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছেন।
নতুন নিষেধাজ্ঞা পাওয়া দেশগুলো হলো বুরকিনা ফাসো, মালি, নাইজার, দক্ষিণ সুদান, সিয়েরা লিওন, লাওস এবং সিরিয়া। সেইসঙ্গে ফিলিস্তিনি পাসপোর্টধারীদের ওপরও একই নিষেধাজ্ঞা জারি হয়েছে।
এছাড়া অ্যাঙ্গোলা, নাইজেরিয়া, সেনেগাল, তানজানিয়া, জাম্বিয়া ও জিম্বাবুয়েসহ ১৫টি দেশের নাগরিকদের ওপর আংশিক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
হোয়াইট হাউজ জানিয়েছে, অভিবাসন ও নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এটি আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।
তবে বৈধ ভিসাধারী, স্থায়ী বাসিন্দা, কূটনীতিক ও বিশেষ স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিরা নিষেধাজ্ঞার বাইরে থাকবেন।
এসএইচ//