আন্তর্জাতিক

ঢাকা-করাচি রুটে সরাসরি ফ্লাইট চালুর অনুমতি দিলো পাকিস্তান

ছবি: সংগৃহীত

ঢাকা থেকে করাচিতে সরাসরি ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএ) সরকারিভাবে অনুমোদন দেয়ার পর এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম সামা নিউজ।

প্রাথমিকভাবে এই অনুমোদন ২০২৬ সালের ৩০ মার্চ পর্যন্ত বৈধ থাকবে। নির্ধারিত ও অনুমোদিত রুট অনুসরণ করে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করার নির্দেশ দেয়া হয়েছে বিমান বাংলাদেশকেএছাড়া করাচি আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশকে নির্দিষ্ট একটি স্লট বরাদ্দ দেয়া হয়েছে।

পাকিস্তানের বিমান চলাচল সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু হলে দুই দেশের মধ্যে যাতায়াত সহজ হবে এবং জনগণের যোগাযোগ ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে

 

এসএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন