রাজনীতি

খালেদা জিয়ার শোককে শক্তিতে রূপ দিয়ে জাতি গঠনের অঙ্গীকার বিএনপির

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সৃষ্ট শোককে শক্তিতে পরিণত করে জাতি বিনির্মাণে কাজে লাগাতে চায় বিএনপি। বলেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (০১ জানুয়ারি) শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই। কিন্তু তিনি মানুষের অন্তরে এখনও রয়েছেন। ‘গণতন্ত্রের মা’ হিসেবে তার যে স্বীকৃতি, তা ইতিহাসেই লেখা থাকবে।

জানাজার প্রসঙ্গে তিনি বলেন, রাজধানীতে বিপুল সংখ্যক মানুষ সরাসরি জানাজায় অংশ নিয়েছেন। যারা উপস্থিত হতে পারেননি, তারাও গায়েবানা জানাজায় শামিল হয়েছেন। এটি বিশ্বের অন্যতম বৃহৎ জানাজায় পরিণত হয়েছে। তবে ঠিক কত মানুষ উপস্থিত ছিলেন, তার নির্ভুল হিসাব এখনই দেওয়া সম্ভব নয়; ভবিষ্যতে অনুমানভিত্তিক তথ্য উঠে আসতে পারে।

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, বিশ্ব দেখেছে কীভাবে গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে করতে একজন সাধারণ গৃহিণী আন্তর্জাতিক অঙ্গনে গণতন্ত্রের প্রতীক হয়ে উঠতে পারেন। গণতন্ত্র রক্ষার লড়াইয়ে তিনি নিজের জীবন, পরিবার ও সন্তানদের সুখ বিসর্জন দিয়েছেন।

তিনি আরও বলেন, দেশ ও দেশের মানুষের প্রতি বেগম জিয়ার যে ভালোবাসা, ত্যাগ ও দায়বদ্ধতা—তার তুলনা বিরল। তিনি ব্যক্তিগতভাবে অনেক কিছু হারিয়েছেন, কিন্তু যে উচ্চতায় পৌঁছেছেন, সেখানে খুব কম মানুষের নামই ইতিহাসে লেখা আছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, বেগম জিয়ার ত্যাগ, সংগ্রাম ও আদর্শকে বাঁচিয়ে রেখে সামনের দিনে শক্তিশালী গণতান্ত্রিক বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের চেষ্টা করবে বিএনপি। এটাই জাতির দাবি। তিনি বিএনপির নেত্রী নন, তিনি নিজেকে গণতন্ত্রকামী মানুষের নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। দেশের সবাই তাকে সেই মর্যাদায় আসিন করেছেন। অন্যথায় তাকে হারানোর বেদনা কখনোই পূর্ণ হবে না।

দেশবাসীর প্রত্যাশা প্রসঙ্গে তিনি বলেন, মানুষের আশা-আকাঙ্ক্ষা এখন আকাশচুম্বী। সেই প্রত্যাশা বাস্তবতার আলোকে কতটা পূরণ করা সম্ভব হবে—তা নিয়ে উদ্বেগ রয়েছে। তবুও সীমিত সামর্থ্যের মধ্যেই সবাইকে ঐক্যবদ্ধ রেখে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা অব্যাহত রাখতে হবে। এটিই আমাদের কর্তব্য।

নির্বাচন প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, বেগম জিয়ার শোককে আমরা শক্তিতে পরিণত করতে চাই। কিন্তু, এটা দলীয় ভিত্তিতে নির্বাচনের কাজে ব্যবহার করার মতো এতটা সংকীর্ণ আমরা নই। তার শোককে জাতি বিনির্মাণের জন্য ব্যবহার করতে চাই। মোনোনয়নের ক্ষেত্রে যেহেতেু তিনি ফিজিক্যালি আর নেই, সেহেতু এমনিতেই বাতিল ঘোষণা করা হবে। যেহেতু বিকল্প হিসেবে কয়েকজন রয়েছেন, বাছাইয়ে টিকেলে তারাই প্রার্থী হবেন।

তিনি আরও জানান, নির্বাচন পেছানোর কোনো আইনগত সুযোগ নেই। প্রার্থী বাছাই ও প্রতীক বরাদ্দের আগেই এই ঘটনা ঘটায় নির্বাচনী প্রক্রিয়ায় কোনো আইনি জটিলতা তৈরি হবে না।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মানসিকভাবে ভেঙে পড়েছেন কি না—এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, তারেক রহমান একজন রাজনৈতিক নেতা। তাকে শক্ত মনোবল নিয়েই সামনে এগোতে হবে, এর কোনো বিকল্প নেই।

 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন