আন্তর্জাতিক

সিরিয়ায় মসজিদে হামলার ঘটনায় ইরানের তীব্র নিন্দা

ছবি: সংগৃহীত

সিরিয়ার হোমস প্রদেশে ইমাম আলী মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় কড়া নিন্দা জানিয়েছে ইরান। নামাজরত মুসল্লিদের লক্ষ্য করে চালানো এই হামলাকে বেসামরিক মানুষ ও উপাসনালয়ের বিরুদ্ধে সুস্পষ্ট সন্ত্রাসী সহিংসতা বলে আখ্যা দেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

শনিবার (২৭ ডিসেম্বর) ইরানি বার্তাসংস্থা মেহের নিউজ এজেন্সি প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়, ইসমাইল বাঘাই সব ধরনের সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থার বিরুদ্ধে ইরানের অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি সিরিয়ায় চলমান নিরাপত্তাহীনতার পেছনে অবৈধ বিদেশি হস্তক্ষেপ, দেশটির সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘনকে দায়ী করছেন।

এসময় তিনি হামলার সঙ্গে জড়িত সরাসরি হামলাকারী, পরিকল্পনাকারী ও মদদদাতাদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনার আহ্বান জানান।

এছাড়াও তিনি সিরিয়ার অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষের প্রতি বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভবিষ্যতে এ ধরনের হামলা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেয়ার ওপর জোর দেন।

 

এসএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন