রাজনীতি

বাবার কবর জিয়ারত করতে জিয়া উদ্যানের পথে তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে গুলশানের বাসভবন থেকে জিয়া উদ্যানের উদ্দেশে রওনা হয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুর ২টা ৫২ মিনিটে তিনি গুলশানের বাসা থেকে বের হন। জিয়া উদ্যানের কবরস্থানে ফাতিহা পাঠ ও কবর জিয়ারত শেষে তিনি জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

এর আগে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে দেশে প্রত্যাবর্তন করেন তারেক রহমান। তার আগমনকে ঘিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকা পর্যন্ত বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের ঢল নামে। নজিরবিহীন এই জনসমাগমে পুরো ঢাকা মহানগরী এক পর্যায়ে জনসমুদ্রে পরিণত হয়।

পরে বিকেলে রাজধানীর ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট সড়ক) এলাকায় আয়োজিত বিশাল গণসংবর্ধনায় অংশ নিয়ে তারেক রহমান দেশ গঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও রাজনৈতিক প্রত্যয়ের কথা তুলে ধরেন। 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন