পোস্টাল ভোট নিবন্ধনের সময় বাড়ালো ইসি
আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পোস্টাল ভোটের নিবন্ধনের সময়সীমা বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এখন পোস্টাল ভোট বিডি অ্যাপে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করা যাবে।
বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, আগে এই অ্যাপে নিবন্ধনের শেষ সময় ছিল ২৫ ডিসেম্বর। ভোটারদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে সময় বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। যারা এখনো নিবন্ধন করেননি, তাদের নির্ধারিত সময়ের মধ্যেই প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানান তিনি।
এ সময় আখতার আহমেদ আরও জানান, মনোনয়নপত্র দাখিলসংক্রান্ত আর্থিক লেনদেন নির্বিঘ্ন করতে বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করা হয়েছে যেন আগামী শনিবার তফসিলি ব্যাংকগুলো খোলা রাখা হয়। এতে করে প্রার্থী বা তাদের প্রতিনিধিরা প্রয়োজনীয় ব্যাংক কার্যক্রম সহজে শেষ করতে পারবেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে আচরণবিধি লঙ্ঘনের আশঙ্কা আছে কি না—এমন প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, এ বিষয়টি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা দেখভাল করবেন।
এমএ//