আন্তর্জাতিক

ওয়াশিংটনের নজরে পাকিস্তান, বদলাচ্ছে ‘ভারত প্রথম’ নীতি

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র তাদের দীর্ঘদিনের ভারত প্রথমনীতি থেকে সরে এসে পাকিস্তানকে নতুন কৌশলগত গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালকে যুক্তরাষ্ট্র-পাকিস্তান সম্পর্কের জন্য বিপ্লবী পরিবর্তনের বছরহিসেবে দেখা হচ্ছে।

সংবাদমাধ্যমটির মতে, গেলো মে মাসে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় পাকিস্তানের সেনাবাহিনীর শৃঙ্খলা, কৌশল ও সক্ষমতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ শীর্ষ কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে। এর পরই ওয়াশিংটনের দক্ষিণ এশিয়া নীতিতে বড় পরিবর্তন আসে।

যেখানে একসময় পাকিস্তানকে অনির্ভরযোগ্য মিত্র হিসেবে দেখা হতো, সেখানে বছরের শেষে দেশটি যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ মিত্রে পরিণত হয়েছে।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন