আন্তর্জাতিক

বাংলাদেশ-পাকিস্তান ইস্যুতে মোদি চুপ থাকবেন না: বিজেপি নেতা

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় দীপু দাস নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনার প্রতিবাদে ভারতের জম্মু ও কাশ্মিরের কিস্তওয়ারে বিক্ষোভ করেছে বিভিন্ন হিন্দু সংগঠন।

বিক্ষোভে বিজেপি নেতা ও কাশ্মির বিধানসভার বিরোধী নেতা সুনীল শর্মা বলেন, বাংলাদেশে চলমান পরিস্থিতির পেছনে কয়েকটি দেশের উসকানি রয়েছে এবং এতে ভারতকে যুদ্ধ পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্র ও চীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভয় পায় উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ ও পাকিস্তান ইস্যুতে মোদি চুপ থাকবেন না।

সুনীল শর্মা আরও বলেন, মোদি বিশ্বের হিন্দুদের, বিশেষ করে বাংলাদেশের হিন্দুদের জন্য আশার প্রতীক।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন