খালেদা জিয়ার অসুস্থতায় মোদির উদ্বেগবার্তা, কৃতজ্ঞতা জানাল বিএনপি
বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঠানো বার্তার প্রতিক্রিয়ায় কৃতজ্ঞতা জানিয়েছে বিএনপি।
সোমবার (০১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ উদ্বেগ প্রকাশ করে পোস্ট করেছিলেন নরেন্দ্র মোদি।
পোস্টে তিনি লিখেছেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে জানতে পেরে তিনি গভীর উদ্বিগ্ন। খালেদা জিয়া বাংলাদেশের গণজীবনে বহু বছর গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার দ্রুত আরোগ্যের জন্য আন্তরিক প্রার্থনা ও শুভকামনা রইল। ভারত যে কোনোভাবে সম্ভব সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।
উল্লেখ্য, খালেদা জিয়া গেল ২৩ নভেম্বর থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। তিনি ফুসফুসের সংক্রমণসহ বিভিন্ন শারীরিক জটিল রোগে আক্রান্ত।
এসএইচ//