আন্তর্জাতিক

ট্রেনের নিচে ঘনিষ্ঠ মুহূর্তে হঠাৎ বেজে উঠলো হুইসেল!

ভারতের বিহারে সম্প্রতি ঘটে গেছে এমন এক ঘটনা, যা শুনলে প্রথমে মনে হবে কোনো থ্রিলার সিনেমার দৃশ্য। কিন্তু না—এটা বাস্তব। নিরিবিলি জায়গা না পেয়ে এক প্রেমিক-প্রেমিকা বেছে নিয়েছিলেন সবচেয়ে ঝুঁকিপূর্ণ একটা স্থান—রেললাইন। তার ওপর দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী ওয়াগনের নিচেই তারা কাছাকাছি সময় কাটাতে বসেন।

ভিডিওতে দেখা যায়, রেললাইনের মাঝে বসে গভীরভাবে একে অপরকে জড়িয়ে আছেন তারা। দু’জনই এতটাই ডুবে ছিলেন নিজেদের জগতে যে মাথার ওপর দাঁড়িয়ে থাকা বিশালাকার ট্রেনটা যে কোনো মুহূর্তে চলতে শুরু করতে পারে—এই ভয়াবহ বাস্তবতাটাই যেন অদৃশ্য হয়ে যায় তাদের কাছে।

হঠাৎ করেই বাজতে শুরু করে ট্রেনের তীক্ষ্ণ বাঁশি। ভারী ওয়াগনটি ধীরে ধীরে নড়তে শুরু করলে আশপাশে থাকা লোকজন আতঙ্কে চিৎকার করে ওঠেন। কেউ কেউ আবার তড়িঘড়ি মোবাইলে ধারণ করতে থাকেন সেই বিপজ্জনক মুহূর্ত। ঠিক যেন সময় থমকে যায় এক মুহূর্তের জন্য—জীবন-মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে পড়ে যুগলটি।

পরিস্থিতির ভয়াবহতা টের পেয়ে তারা কোনোমতে লাফিয়ে বেরিয়ে আসেন ট্রেনের নিচ থেকে। হামাগুড়ি দিয়ে সরে যান রেললাইন থেকে। অল্পের জন্য রক্ষা পান তারা দু’জন।

ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ঝড়। হাজারো মন্তব্যে একটাই প্রতিক্রিয়া—“এটা প্রেম নয়, এটা চরম বেপরোয়া জীবননাশী আচরণ।” নেটিজেনরা সমালোচনা করেছেন যুগলটির এমন অজ্ঞতা ও অসচেতনতার জন্য। অনেকে আবার বিস্ময় প্রকাশ করেছেন—মানুষ ভালোবাসতে গিয়ে এমন মৃত্যুঝুঁকির দোরগোড়ায় কীভাবে গিয়ে দাঁড়াতে পারে!

ভিডিওটি ছড়িয়ে পড়তেই বিহারজুড়ে শুরু হয়েছে আলোচনা আর সমালোচনা। অনেকেই প্রশ্ন তুলছেন—এক মুহূর্তের রোমাঞ্চ কি সত্যিই জীবনের চেয়ে দামি? ট্রেনের নিচে ঘটে যাওয়া এই দৃশ্য তাই এখন সকলের সামনে এক কঠিন সতর্কবার্তা।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন