আন্তর্জাতিক

বিহারের বিজেপি সমর্থিত জোটের ভূমিধস জয়, মোদির নজর এখন পশ্চিমবঙ্গে

ভারতের বিহার রাজ্যের বিধানসভা নির্বাচনে ব্যাপক ব্যবধানে জয় পেয়েছে ক্ষমতাসীন জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ)। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেড (জেডিইউ), বিজেপি ও সহযোগী দলগুলো মিলে মোট ২০২টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এর মধ্যে ৮৯টি আসন পেয়ে বিজেপি একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছে।

অন্যদিকে আরজেডি, কংগ্রেস ও বাম দলগুলোর সমন্বয়ে গঠিত মহাগাঁটবন্ধন এবার বড় ব্যবধানে পিছিয়ে পড়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগণনা গভীর রাতে শেষ হয়। দুই ধাপে সম্পন্ন হওয়া নির্বাচনে প্রথম দফায় (৬ নভেম্বর) ভোট পড়ে ৬৫% এবং দ্বিতীয় দফায় (১১ নভেম্বর) ৬৮%। মোট ভোট পড়েছে প্রায় ৬৭%। 

জয়ের পর এক বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, কিছু দল সংখ্যালঘু তোষণের রাজনীতি করলেও বিহারের নারী ও তরুণ ভোটাররা এনডিএকে জিতিয়েছে। পাশাপাশি তিনি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন (২০২৬) নিয়েও আশাবাদ প্রকাশ করে বলেন—বিহার বিজেপির বাংলায় জয়ের পথ তৈরি করেছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন