গণসংযোগকালে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ
নির্বাচনী প্রচারণা চলাকালে চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর ওপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার (০৫ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় এ ঘটনা ঘটে।
এসময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন সরওয়ার বাবলা নামে একজন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ
পুলিশের একটি সূত্র গণমাধ্যমকে জানান, পূর্ব বিরোধের অংশ হিসেবে কারাগারে থাকা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের গ্রুপ সরওয়ার বাবলাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে হতাহতের ঘটনা ঘটে।
চট্টগ্রাম মনগর পুলিশ উত্তর জোনের উপ-কমিশনার (ডিসি) আমিরুল ইসলাম ঢাগণমাধ্যমকে বলেন, এরশাদ উল্লাহর নির্বাচনী প্রচারণায় হামলার খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।
এমএ//