আন্তর্জাতিক

শিগগিরই পারমাণবিক পরীক্ষা করবে উ. কোরিয়া

ছবি: সংগৃহীত

শিগগিরই পারমাণবিক পরীক্ষা করবে উত্তর কোরিয়া। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের নির্দেশে এই পরীক্ষা চালানো হতে পারে।

বুধবার (৫ নভেম্বর) দক্ষিণ কোরিয়ার সংসদ সদস্যদের উদ্ধৃতি দিয়ে দেশটির সংবাদ সংস্থা নিউজ ওয়ান এই খবর জানিয়েছে।

সংবাদ সংস্থাটি জানিয়েছে, গোয়েন্দা মূল্যায়নের উদ্ধৃতি দিয়ে সংসদীয় কমিটির সদস্য পাক সুং-ওন এবং লি সন-ওন বলেছেন, পুংগে-রি পারমাণবিক পরীক্ষাগারের তৃতীয় খনিতে এসব পরীক্ষা করা হবে।

পাক সুং-ওন আরো বলেছেন, উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের সম্ভাবনা বিকশিত হচ্ছে। পিয়ংইয়ং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তাদের পারমাণবিক অবস্থার স্বীকৃতি আদায়ের চেষ্টা করছে।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন