আন্তর্জাতিক

ট্রাম্পকে 'শান্তির প্রকৃত দূত' বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী!

গাজা যুদ্ধ অবসানে মধ্যস্থতাকারী হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সক্রিয় ভূমিকার জন্য প্রশংসা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি ট্রাম্পকে অভিহিত করেছেন শান্তির প্রকৃত দূত হিসেবে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) মিসরের শারম আল শেখে অনুষ্ঠিত শান্তি সম্মেলনে ভাষণ দিতে গিয়ে শাহবাজ শরিফ বলেন, “তিনি সত্যিকার অর্থেই একজন শান্তির মানুষ। তিনি বিগত কয়েক মাস ধরে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন বিশ্বে শান্তি ও সমৃদ্ধি ফিরিয়ে আনার লক্ষ্যে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, অতীতে ভারত-পাকিস্তান বিরোধের সময়ও ট্রাম্প আন্তরিকভাবে মধ্যস্থতা করার চেষ্টা করেছেন। ইসলামাবাদ ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছে এবং তাকে সবচেয়ে আন্তরিক ও অসাধারণ প্রার্থী হিসেবে আখ্যা দিয়েছে।

গেল সোমবার শারম আল শেখে গাজা যুদ্ধের অবসানে একটি ঐতিহাসিক যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এতে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন