দক্ষিণ গাজায় ইসরাইলি গুলিতে দুই ফিলিস্তিনি আহত
দক্ষিণ গাজার খান ইউনুসে দখলদার ইসরাইলি বাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) নাসের মেডিকেল কমপ্লেক্সের সূত্রে আল জাজিরা জানায়, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের অবস্থা স্থিতিশীল।
এদিকে, দখলকৃত পশ্চিম তীরজুড়ে রাতভর একাধিক অভিযান চালিয়েছে ইসরাইলি বাহিনী। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, রামাল্লাহ, এল-বিরেহ এবং হেবরনের বিভিন্ন এলাকা ঘিরে রেখে সেনারা কয়েকটি পাড়া ও গ্রামে তল্লাশি চালায়।
রামাল্লাহর আইন মুনজিদ এলাকায় নির্বাসিত সাবেক ফিলিস্তিনি বন্দি ইসসাম আল-ফরুখের বাড়িতে হামলা চালিয়ে ঘরবাড়ি তছনছ করেছে ইসরাইলি সেনারা। সম্প্রতি তাকেও গাজায় পাঠানো হয়েছিল বলে জানা গেছে।
রামাল্লাহর পশ্চিমে দেইর ইবজিয়ার গ্রামে অন্তত সাতটি বাড়িতে অভিযান চালিয়ে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হয়। একইভাবে আইন আরিক ও নিলিন এলাকাতেও সেনারা প্রবেশ করে।
এছাড়া রামাল্লাহর পূর্বাঞ্চলীয় বেইতিন শহরে ভোরে ইসরাইলি বসতি স্থাপনকারীরা একটি ফিলিস্তিনি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। দক্ষিণ পশ্চিম তীরের হেবরনের ইধনা ও আল-কৌম শহরেও অভিযান চালিয়ে দুইটি বাড়ি দখল করে তা সামরিক ব্যারাকে রূপান্তর করেছে ইসরাইলি বাহিনী।
এর আগে তুলকারেম ও দখলকৃত পূর্ব জেরুজালেমের আল-ইসসাওয়িয়া এলাকায় বেশ কয়েকজনকে আটক করা হয় বলে জানিয়েছিল স্থানীয়রা।
এমএ//