আন্তর্জাতিক

ইসরাইলের রাজনীতির রহস্যময় খেলোয়াড় রন ডার্মার

ছবি: সংগৃহীত

মিশরে ইসরাইলের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন রন ডার্মার। ৫৪ বছর বয়সী এই কৌশলগত বিষয়ক মন্ত্রী ফেব্রুয়ারি থেকে আলোচক দলটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অন্যতম ঘনিষ্ঠ ও বিশ্বস্ত উপদেষ্টা হিসেবে পরিচিত।

রন ডার্মারের জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রের মিয়ামি বিচে। তার বাবা ফ্লোরিডার মিয়ামি বিচ শহরের মেয়র ছিলেন। ডার্মার দীর্ঘদিন ধরে মার্কিন রাজনীতিবিদদের সঙ্গে, বিশেষ করে রিপাবলিকান পার্টির নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন।

তিনি ২০১৩ থেকে ২০২১ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে ইসরাইলের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। শুধু কূটনীতি নয়, বড় কৌশলগত চুক্তিতেও তার প্রভাব রয়েছে। মার্কিন ও ইসরাইলি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আরব দেশগুলোর সঙ্গে ইসরাইলের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

বিশ্লেষকদের মতে, মিশরে আলোচনার সময় রন ডার্মার গাজার ভবিষ্যৎ নিয়ে নেতানিয়াহুর দৃষ্টিভঙ্গির কাছাকাছি অবস্থান নেবেন বলে আশা করা হচ্ছে।

 

সূত্র: আল জাজিরা

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন