আন্তর্জাতিক

ইসরাইলের সেনাবাহিনীতে তীব্র অফিসার সংকট

ছবি: সংগৃহীত

অফিসারদের ধরে রাখার ক্ষেত্রে গভীর সংকটে আছে ইসরাইল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। ইসরাইল সেনাবাহিনীর অভ্যন্তরীণ জরিপে জানা গেছে, লেফটেন্যান্ট ও ক্যাপ্টেন পদে প্রায় ১৩০০ এবং মেজর পদে ৩০০ অফিসারের ঘাটতি রয়েছে।

রোববার (৩০ নভেম্বর) টাইমস অব ইসরাইল এর এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, অফিসারদের মধ্যে মাত্র ৬৩ ভাগ সেনাবাহিনীতে থাকতে চান।  ২০১৮ সালে এই হার ছিল ৮৩ ভাগ। নন-কমিশনড অফিসারদের মধ্যে বর্তমানে মাত্র ৩৭ ভাগ সেনাবাহিনীতে থাকতে চান। ২০১৮ সালে এই হার ছিলো ৫৮ ভাগ।

কর্মী অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় ৬০০ ক্যারিয়ার সৈনিক আগাম অবসর নিতে চাইছেন। জুনিয়র অফিসারদের পদোন্নতি দিয়ে শূন্যস্থান পূরণের চেষ্টা চলছে।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন