আন্তর্জাতিক

ইসরাইলি হামলায় নারী-শিশুসহ ৭ ফিলিস্তিনি নিহত

চলমান যুদ্ধবিরতির মধ্যে আবারও গাজায় হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। স্থানীয় সময় বৃহস্পতিবার (০৪ ডিসেম্ব) গাজা শহরের উত্তরাঞ্চলীয় জেইতুন এলাকায় গুলি চালিয়ে দুই জনকে হত্যা করে দখলদার বাহিনী। এছাড়া গাজার খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি উপকূলীয় এলাকার বাস্তুচ্যুতদের তাঁবুতে বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ।

বিবিসির খবরে বলা হয়েছে, আল-নাজাত ক্যাম্পের ওই তাঁবুশিবিরে সাম্প্রতিক মাসগুলোতে শত শত বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিলেন। হামলায় নিহতদের মধ্যে রয়েছে দুই নারী (বয়স ৪৬ ও ৩০), এক পুরুষ (৩৬) এবং দুই শিশু (বয়স ৮ ও ১০)। কুয়েত ফিল্ড হাসপাতালের চিকিৎসকরা এসব তথ্য নিশ্চিত করেছেন। হাসপাতালে অন্তত ৩২ জন আহতকে চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে একটি তাঁবুতে হামলা চালানো হয়। এরপর কুয়েত হাসপাতালের কাছাকাছি আরেকটি বিস্ফোরণ ঘটে। দুই দফা হামলায় আশ্রয় নেওয়া পরিবারগুলোর মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এদিকে ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, তারা ‘হামাস যোদ্ধাকে লক্ষ্য করে’ এ হামলা চালিয়েছে। এর আগে বুধবার রাফাহ এলাকায় হামাসের হামলায় পাঁচ ইসরাইলি সেনা আহত হয়েছিল বলে জানানো হয়। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পরে প্রতিশোধমূলক জবাব দেওয়ার ঘোষণা দেন।

হামাস এ ঘটনাকে ‘বর্বরোচিত ও নির্বিচার হামলা’ এবং ১০ অক্টোবর থেকে কার্যকর যুদ্ধবিরতির ‘স্পষ্ট লঙ্ঘন’ বলে মন্তব্য করেছে।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের আগ্রাসন চলমান। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ৭০ হাজার ১০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বড় অংশই নারী ও শিশু।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন