স্ত্রীর বুদ্ধিতেই হামলা চালান নেতানিয়াহু!
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের ৮০তম অধিবেশনে বক্তব্য দেয়ার পর স্থানীয় সময় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে নিউইয়র্কে ইসরাইলি কনসুলেটে শাবাত সংবর্ধনায় যোগ দেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে উপস্থিতদের উদ্দেশে তিনি মজা করে বলেন, “আমার সব বক্তৃতাই আমার স্ত্রী লিখে দেন, তিনিই সব ঠিক করেন, এমনকি কখন হামলা চালাতে হবে সেটাও।”
নেতানিয়াহু পরে সিরিয়াস হয়ে যোগ করেন, তার স্ত্রী সারা নেতানিয়াহু কেবল স্ত্রী নন দেশের লড়াইতেও একজন অংশীদার।
তিনি বলেন, গাজার যুদ্ধ এখন “শেষের পথে।” তবে বন্দিদের ফিরিয়ে আনা, শত্রুদের পরাজিত করা আর প্রতিবেশীদের সঙ্গে শান্তি গড়ে তোলার কাজ এখনো শেষ হয়নি।
নেতানিয়াহু আরও বলেন, ইহুদিদের বিরুদ্ধে অপবাদ বহু পুরনো ব্যাপার। তবে আজ পার্থক্য হলো, ইসরাইলের হাতে এখন অস্ত্র আছে। তিনি দাবি করেন, গত এক বছরে ইসরাইল সেই অস্ত্র দিয়ে নিজেদের ধ্বংস করতে আসা শক্তিকে পরাজিত করেছে।

তিনি বলেন, ইতিহাস বিকৃত করে বলা হয় — ইহুদিরা নাকি আরবদের তাড়িয়েছে। কিন্তু বাস্তবে, তার দাবি, হাজার বছর আগে আরবরাই ইহুদিদের ভূমি থেকে উৎখাত করেছিল।
এ সময় পাশে দাঁড়ানো সারা নেতানিয়াহুও বলেন, “এটা খুব গুরুত্বপূর্ণ। এসব কেউ জানে না, প্রচারও হয় না।”
শেষে নেতানিয়াহু বলেন, “সত্যের জন্য লড়াই সব সময় চলে। আমাদের বিরুদ্ধে অপবাদ আর ইতিহাস বিকৃতি চলছেই। এ লড়াই চলবে।”
শুক্রবার অনুষ্ঠানে উপস্থিত নিউইয়র্ক কনসাল জেনারেল ওফির আকুনিস, জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যাননসহ সবাইকে ধন্যবাদ জানান ইসরাইলি প্রধানমন্ত্রী।
সূত্র: রোয়া টিভি
এসি//