প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু, জনরোষে উত্তাল ইসরায়েল
রোববার (৩০ নভেম্বর) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে ক্ষমা চেয়ে আবেদন করেছেন। নেতানিয়াহু দেশজুড়ে দুর্নীতিসহ তিনটি মামলার বিচার থেকে নিজেকে অব্যাহতি দিতে চেয়েছেন। তিনি তার আবেদনপত্রে উল্লেখ করেছেন, দীর্ঘদিন ধরে চলমান বিচার প্রক্রিয়াটি দেশের সামাজিক ও রাজনৈতিক সংহতিকে ক্ষতিগ্রস্ত করছে।
নেতানিয়াহুর এই আবেদন প্রকাশের সঙ্গে সঙ্গে রাজধানী তেল আবিবের প্রেসিডেন্ট হারজগের বাসভবনের সামনে রাতেই হাজার হাজার মানুষ জমায়েত হয়ে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভকারীরা বিভিন্ন রকম অভিনব পদ্ধতিতে নেতানিয়াহুর সমালোচনা করেছেন। অনেকে কমলা রঙের পোশাক পরে কয়েদিদের মতো ভঙ্গিতে উপস্থিত হন, আবার অনেকে কলার স্তূপ সাজিয়ে নেতানিয়াহুর চরিত্রকে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করেন।
প্রেসিডেন্ট হারজগের কার্যালয় নেতানিয়াহুর চিঠিকে “নজিরবিহীন” বলে উল্লেখ করেছে। তবে, এখনও স্পষ্ট নয় যে প্রেসিডেন্ট নেতানিয়াহুর ক্ষমা আবেদন মেনে নেবেন কি না।
বিশ্লেষকরা মনে করছেন, নেতানিয়াহুর এই পদক্ষেপ রাজনৈতিকভাবে খুবই সংবেদনশীল, এবং তা দেশের রাজনৈতিক মঞ্চে বড় ধরনের উত্তেজনা সৃষ্টি করতে পারে। ইসরায়েলের জনগণের মধ্যে বিচার ও ক্ষমতার সীমা নিয়ে বিতর্ক ইতিমধ্যেই তীব্র আকার ধারণ করেছে।
এসএইচ//