নেতানিয়াহু মানবতার নিকৃষ্টতম অপরাধী: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘মানবতার নিকৃষ্টতম অপরাধী’ আখ্যা দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। সেইসাথে তাকে ‘অপহরণ’ করে আদালতে সোপর্দ করতে যুক্তরাষ্ট্র ও তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) পাকিস্তানের টেলিভিশন চ্যানেল ‘জিও নিউজ’-এ দেয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
আসিফ বলেছেন, নেতানিয়াহুর বিরুদ্ধে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মতো পদক্ষেপ নিলে তিনি সমর্থন করবেন। তুরস্কও চাইলে নেতানিয়াহুকে অপহরণ করতে পারে। এর জন্য পাকিস্তানিরা দোয়া করছে।
এই আহ্বানের পক্ষে যুক্তি হিসেবে আন্তর্জাতিক ফৌজদারি আদালতের গ্রেপ্তারি পরোয়ানার কথা উল্লেখ করেন খাজা আসিফ।
এসএইচ//